ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

খাদ্যে ভেজাল : ডিএসসিসির অভিযানে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) খাদ্যে ভেজালবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসির চলমান খাদ্যে ভেজালবিরোধী অভিযানে বুধবার এ জেল-জরিমানা করা হয়।

অভিযানের ৮ম দিন পর্যন্ত মোট ৩৯ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

রাজধানীর গ্রিন রোড, আজিমপুর, মানিক নগর, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বুধবার এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

অভিযানে গুলিস্তান ক্যাফের ব্যবস্থাপক জাহেদকে ২ দিন, গ্রিন চাইনিজের সেলিমকে ৩ দিন, জিনিয়া হোটেলের মালিক নাজমুল হুদাকে ২ দিন এবং খাজা হোটেলের ব্যবস্থাপক আব্দুল মান্নানকে ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

এ ছাড়া আনন্দ রেস্টুরেন্টকে এক লাখ, হরিপদ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার, ক্যাফে শাহজালালকে ৫০ হাজার, মায়ের দোয়া হোটেলকে ২০ হাজার, অলিভ রেস্টুরেন্টকে ২০ হাজার, হাজী রেস্টুরেন্টকে ১০ হাজার, আলম সন হোটেলকে ১০ হাজার, নিউ বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট তিন লাখ চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি ধানমন্ডি এলাকায় ডিএসসিসির খাদ্যে ভেজাল বিরোধী স্পেশাল ক্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

এএস/এনডিএস/এমএস

আরও পড়ুন