ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

নির্বাচনের পর একাদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

সংবিধানের ৭৩(২) ধারা অনুযায়ী, সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রতি বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণ দুটি ফর্মে তৈরি করা হয়। একটা মূল ভাষণ ও আরেকটা পড়ার জন্য সংক্ষিপ্ত ভাষণ।

খসড়া মূল ভাষণে ৭৫ হাজার শব্দ ও সংক্ষিপ্ত ভাষণে ৬ হাজারের মতো শব্দ রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরএমএম/এসআর/এমএস/এসজি

আরও পড়ুন