ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কিশোরদের আত্মবিশ্বাসী করতে প্রাণ ইউএইচটি মিল্কের ‘ক্যাম্প-এক্স’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯

অপার সম্ভাবনাময় কিশোর-কিশোরীদের আরও আত্মবিশ্বাসী করে মেলে ধরতে একটি আউটডোর ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে প্রাণ ইউএইচটি মিল্ক। বাংলা ও ইংরেজি মাধ্যমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর এ ক্যাম্পের নাম ‘ক্যাম্প-এক্স’।

আগামী ৭, ৮ ও ৯ মার্চ গাজীপুরে এ ক্যাম্প হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের বাছাইয়ের জন্য প্রাণ ইউএইচটি মিল্ক কর্তৃপক্ষ স্কুলে স্কুলে গিয়ে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পে অংশ গ্রহণকারীদের নির্বাচিত করবে। গত ১২ জানুয়ারি থেকে স্কুল পর্যায়ে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

নির্বাচিতদের নিয়ে যাওয়া হবে গাজীপুর ক্যাম্প সাইটে, যেখানে পরিচালিত হবে ৩ দিন ২ রাতের এ বিশেষ ক্যাম্পটি।

ক্যাম্পে তিনদিন তিনটি টপিকের ওপর কথা বলতে থাকবেন তিনজন বিশিষ্ট ব্যক্তি- জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, অভিনেত্রী আফসানা মিমি ও লেখক আনিসুল হক।

তিন অঙ্গনের এ সফল তিনজনের সান্নিধ্যে নিজেরদের সম্ভাবনাকে জাগিয়ে তুলবেন কিশোর-কিশোরীরা, শিখতে পারবেন টিম বিল্ডিং ও লিডারশিপ সম্পর্কে অনেক অজানা তথ্য।

প্রাণ ডেইরির ব্র্যান্ড ম্যানেজার রোকনুজ্জামান বলেন, ‘কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য যে আত্মবিশ্বাস দরকার হয়, ক্যাম্পে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সেটাই ফুটিয়ে তুলব।’

তিনি বলেন, ‘শহুরে জীবনে আধুনিকায়ন এবং সীমাবদ্ধতার কারণে আমাদের সন্তানেরা বঞ্চিত হচ্ছে জীবনের প্রয়োজনীয় নানা বিষয় থেকে। স্কুল আর ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আটকে গেছে তাদের জীবন। এ ছাড়াও কিশোর বয়সের পরিবর্তন, প্রভাব ফেলে তাদের ভবিষ্যতে। এসব কথা মাথায় রেখে আমরা ক্যাম্প করার পরিকল্পনা করেছি। এর আগে আমরা ৩০টি বাংলা ও ১০টি ইংরেজি মাধ্যমের স্কুল থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্যাম্পে অংশগ্রহণের জন্য নির্বাচন করছি।’

তিনি আরও বলেন, ‘এ ক্যাম্পে কিশোর-কিশোরীরা বিভিন্ন টিমের সঙ্গে কাজ করে হয়ে উঠবে আত্মনির্ভরশীল। এখানে তারা নানা মজার খেলায় অংশ নেবে ও দলগতভাবে নিজেদের প্রেজেন্ট করবে সবার সামনে আর পরিচিত হতে পারবে বিভিন্ন ক্রাফটের (নৈপুণ্য) সাথে। আমরা বিশ্বাস করি এ ক্যাম্প শেষে ফিরে যাবে আরও আত্মবিশ্বাসী, আরও উদ্যোমী, নিজের এক্স-ফ্যাক্টর (বিশেষ গুণাবলী) খুঁজে পাওয়া একটি মানুষ। এরপর থেকে তারা তাদের জীবনের কোনো অংশই আর মিস করবে না।’

আরএমএম/এনডিএস/জেআইএম

আরও পড়ুন