ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:৩১ এএম, ১৯ জানুয়ারি ২০১৯

রাজধানীর কুড়িলে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে কুড়িল নিকুঞ্জ-১ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আবদুল মোন্নাফ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারে ওঠার সময় (নিকুঞ্জ-১ গেটের সামনে) হঠাৎ রেলিংয়ে লেগে মোটরসাইকেলসহ পরে যান চালক। এ সময় একটি বাস ওই মোটরসাইকেল চালকের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) রিজুয়ান জানান, ঘাতক বাস ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থায় নেয়া হবে।

আরএস/এমএস

আরও পড়ুন