ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাভারে আ.লীগের ২ অঙ্গসংগঠনের সংঘর্ষ

প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৪ আগস্ট ২০১৫

চাঁদাবাজিকে কেন্দ্র করে সাভারে বঙ্গবন্ধু সৈনিক লীগ ও শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় শ্রমিক লীগের হামলায় আহত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের পাঁচ কর্মী। বঙ্গবন্ধু সৈনিক লীগের অফিসও ভাঙচুর করেছে শ্রমিক লীগের কর্মীরা। সোমবার সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

সাভার পৌর ৯নং ওয়ার্ড সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক এনামূল কবির জাগো নিউজকে জানান, একটি প্রতিষ্ঠানের রংয়ের কাজ করাকে কেন্দ্র করে শ্রমিক লীগের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। তারা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। তাতে সৈনিক লীগ বাঁধা দিলে সকালে শ্রমিক লীগের সন্ত্রাসী শাহিন, জামাল, লালমিয়াসহ প্রায় বিশ থেকে পঁচিশ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সৈনিক লীগের অফিসে হামলা চালান। এসময় তারা অফিস ভাঙচুর করেন। তাদের লাঠি ও অস্ত্রের আঘাতে আহত হন সৈনিক লীগের পাঁচজন কর্মী। আহতদের সাভারের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার থানা পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন/এমজেড/আরআইপি