ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পেট্রোলিয়াম কর্পোরেশন আইন অনুমোদন

প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৪ আগস্ট ২০১৫

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৫ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, সংশোধিত আইনে খুব বেশি পরিবর্তন আনা হয়নি। শুধু পরিচালনা পর্ষদের আকার বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পর্ষদে মোট সদস্য ৬জন। এর মধ্যে একজন চেয়ারম্যান। বাকি ৫ জন সদস্য। আর নতুন আইনে মোট ৯ জন সদস্য থাকবে পর্ষদে। এর ৮ জন সদস্য এবং ১ জন চেয়ারম্যান।

এসএ/একে