শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট সরকার
সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) নৌ পরিবহন অধিদফতরের সভাকক্ষে চীন সাগরে জাহাজ ডুবিতে নিহত নাবিকদের পরিবারকে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে এবং জাহাজে চাকরিরত নাবিকদের কল্যাণে সব ধরনের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশি নাবিকদের জাহাজে চাকরিকালীন সময়ে যেকোনো দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও সমস্যা সমাধানে নৌ অধিদফতর সবসময় আন্তরিক।
তিনি বলেন, নিহতদের পরিবারের মানবিক বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। এ সময় নিহতদের পরিবারকে শোক কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন সচিব আবদুস সামাদ, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম প্রমুখ।
এইউএ/এএইচ/এমএস