রাজউক সম্পর্কে মানুষের ধারণা সুখকর নয় : গণপূর্তমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বেশি সুখকর নয়। কাজ ও সেবার মান বাড়িয়ে এ ধারণা ইতিবাচক করতে হবে।’
রাজউকের সেমিনার কক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম বলেন, ‘সব কাজের অগ্রগতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা দরকার। এ ছাড়া যথাসময়ে ফাইল ছেড়ে দেয়া, অযথা কাউকে হয়রানি না করা এবং নিজেকে দুর্নীতিমুক্ত রাখলে রাজউক সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হবে। আমি বিশ্বাস করি, রাজউকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অবৈধভাবে টাকা আয় করেন না। তারপরও ধানের সঙ্গে চিটা থাকে। রাজউকে সে চিটাও থাকতে পারবে না। যার বিরুদ্ধে কাজের অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি মন্ত্রী হিসেবে নয়; একজন মানুষ হিসেবে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, গা ঝাড়া দিয়ে উঠুন। আমি নিশ্চয়তা দিচ্ছি, কেউ অহেতুক হয়রানি হবেন না। আর কোনো কাজ স্থবির হয়ে থাকবে না। প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করে জনবান্ধব হিসেবে কাজ করেন সবাই।’
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত সচিব শহিদউল্লা খন্দকার, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমানসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এনডিএস/জেআইএম