বাড্ডায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
গত ১৩ আগস্ট রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় আহত যুবলীগ নেতা আবদুস সালাম (৪০) মারা গেছেন। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাড্ডা ইউনিয়ন যুবলীগের এই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ সেন্টু দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড্ডায় গোলাগুলির ঘটনায় এপর্যন্ত চারজনের মৃত্যু হলো।
এর আগে, ১৩ আগস্ট রাতে বাড্ডার আদর্শনগরে সন্ত্রাসীদের গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা (৪০), ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছু মোল্লা (৫২) এবং স্বেচ্ছাসেবক লীগকর্মী মানিক (৪০) মারা যান।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ মন্ত্রী আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন
- ২ জাহেলিয়াত চিন্তার স্থানে ইসলামী সংস্কৃতি প্রতিস্থাপন করতে হবে
- ৩ আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৯ দিনের কর্মসূচি
- ৪ বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল-ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার
- ৫ চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ খননে পূর্ত কাজে ক্রয় প্রস্তাব অনুমোদন