ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নূর হোসেনকে দেশে ফেরানোর প্রক্রিয়া চূড়ান্ত

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৩ আগস্ট ২০১৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, চাঞ্চল্যকর নারয়ণগঞ্জের অপহরণ ও সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে চূড়ান্ত পর্যায় রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাধিক প্রচেষ্ঠা রয়েছে। তবে নূর হোসেনের বিরুদ্ধে ভারতে মামলা থাকায় এই মুহূর্তে তাকে আনা সম্ভব হচ্ছে না। মামলা শেষ করে দেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ভারতে মামলা নিষ্পত্তি হওয়ার পরই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরে আনা হবে।  

রোববার সন্ধ্যায় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন `গ্রীন ফর পিস`র দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি। এই মরণ ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একজন লোক মরণব্যাধি মাদকে আসক্ত হলে গোটা পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূলে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। তাই এই মরণ ব্যাধিকে সমাজিকভাবে আন্দোলন গড়ে তুলে তা নির্মূল করতে হবে।

তিনি আরো বলেন, মাদকের পাশাপাশি সমাজে চুরি ছিনতাই বৃদ্ধি পায়। মাদকাসক্ত ব্যক্তি মাদকের টাকা জোগাড় করতে চুরি ছিনতাই করে বেড়াচ্ছে। মাদক নির্মূলে পুলিশ হাজার লোক আটক করছে এবং কোটি কোটি টাকার মাদক উদ্ধার করছে। এতে করেও মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে না।

বাল্যবিবাহ সমাজে একটি বড় সমস্যাকে উড়িয়ে দিয়ে আইজিপি এক বক্তার প্রসঙ্গে বলেন, বাল্যবিবাহের চেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক। বর্তমানে সমাজে মাদকের বিস্তার বাড়ছে তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকি মুখে রয়েছে। তাই আমাদের ছেলে-মেয়েদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে এখন থেকে উদ্যোগ নিতে হবে।

অনুষ্ঠানে গ্রীন ফর পিসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের এআইজি গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন প্রমুখ।
               
শাহাদাৎ হোসেন/এআরএ/এমআরআই