ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পুলিশ পাবলিক পার্টনারশিপে বিশ্বাসী : মারুফ হাসান

প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৩ আগস্ট ২০১৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান বলেছেন, পুলিশ-পাবলিক পার্টনারশিপ কাজে বিশ্বাসী। পুলিশ ও জনগণ এক সঙ্গে কাজ করলে যে কোনো অপরাধ রুখে দেয়া সম্ভব।
রোববার রাজধানীর গাবতলীতে বিবিটিওএ’র (বাংলাদেশ বাস ট্রাক মালিক সংস্থা) প্রধান কার্যালয়ে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে জন সচেতনতামূলক এ আলোচনা ও মতবিনিময় সভাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।

আলোচনায় মারুফ হাসান বলেন, পুলিশের পক্ষে যে সব অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়, জনগণের সমর্থনে অবশ্যই তা সম্ভব। তিনি বলেন, কিছু অপরাধ মৌসুমী অপরাধ। অজ্ঞান ও মলম পার্টি কিছু কিছু উৎসবের মৌসুমকে টার্গেট করে মাঠে নামে। আমরাও প্রস্তুত রয়েছি। তবে এ কাজে জনসাধারণের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
 
যানবাহন ছাড়ার আগে যাত্রীদের ভিডিও ফুটেজ সংরক্ষণ করার জন্য প্রতিটি পরিবহনের মালিকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিটি পরিবহনে জনসচেতনতামূলক অডিও-ভিডিও ডক্যুমেন্ট করে যাত্রীদের দেখাতে ও শোনাতে হবে।
 
আগামী ঈদ উপলক্ষ্যে অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম বন্ধে বাসে বাসে সচেতনতা ও সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হবে। পুলিশ ও পরিবহন মালিক-শ্রমিকরা যৌথভাবে একাজ করবে।
 
মারুফ হাসান বলেন, আসন্ন ঈদে যাত্রীদের পরিবহনে উঠানোর পর ভিডিও করার পাশাপাশি তাদের অজ্ঞান ও মলম পার্টি সম্পর্কে সতর্ক করতে হবে।
 
তিনি বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে টার্মিনালগুলোতে ভ্রাম্যমাণ হকার প্রবেশ নিষেধ করা প্রয়োজন। কারণ তাদের মধ্যে অনেকে অজ্ঞান ও মলমপার্টির সদস্য রয়েছে।
 
অজ্ঞান ও মলমপার্টি চক্র তাদের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু অনেকে এরই মধ্যে জামিনে বের হয়ে অপতৎপরতা অব্যাহত রাখার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
 
আলোচনা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. কাইয়ুমুজ্জামান খান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো.মফিজুল হক বেবু, বাংলাদেশ বাস ট্রাক মালিক সংস্থার চেয়ারম্যান মো. ফারুক তালুকদার সোহেলসহ প্রমুখ।

জেইউ/এসআইএস/আরআইপি