সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে মনিটরিং সেল পুনর্গঠন
সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শনে মনিটরিং সেল পুনর্গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বাসুদেব গাঙ্গুলিকে আহবায়ক ও উপ-সচিব (প্রশাসন-৪) অধিশাখার ফাতেমা রহিমকে সদস্যসচিব করে ১৬ সদস্যের মনিটরিং সেল গঠন করা হয়েছে।
সদস্যরা দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম নিয়মিত পরিদর্শন করবেন।
পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সেলের দুই কর্মকর্তার সমন্বয়ে মনিটরিং জুটি যে কোন সময় আকস্মিক পরিদর্শনে যাবেন। তবে প্রয়োজনে সেলের একজন কর্মকর্তা এককভাবেও সরকারি হাসপাতালে যেতে পারবেন। এক্ষেত্রে তাদের বাধ্যতামূলকভাবেই প্রতিমাসে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। একইসঙ্গে গত বছরের ২৬ অক্টোবরের আদেশটি বাতিল করা হয়েছে।
মনিটরিং সেলের সদস্যরা হলেন- যুগ্মসচিব (নার্সিং) গৌতিম এইচ সরকার, যুগ্ম-সচিব (হাসপাতাল-১) জাকিয়া সুলতানা, যুগ্মসচিব (পরিবার পরিকল্পনা-১) আবদুল গাফফার খান, উপসচিব (পার-১)মইনউদ্দিন আহমেদ, উপ-সচিব (পার-২)এ কে এম ফজলুল হক, উপ-সচিব (প্রবা-৩) ড.মো. এনামুল হক, উপ-সচিব (প্রশাসন-৩) মনোজ কুমার রায়, উপসচিব ( হাসপাতাল-২) আল মামুন মোর্শেদ, উপ-সচিব (প্রশাসন-১) মো. হাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র সহকারি সচিব (প্রবা-১) অধিশাখা হাসান মাহমুদ, সিনিয়র সহকারি সচিব (প্রশাসন-২) মো. রেজাউল আলম, সিনিয়র সহকারি সচিব (নার্সিং)মো. লুৎফর রহমান, সিনিয়র সহকারি সচিব (হাসপাতাল-৩) এস এম জাহাঙ্গীর আলম ও সিনিয়র সহকারি প্রধান (হাসপাতাল-৪) শিরিণ আক্তার ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, হাসপাতাল পরিদর্শনকালে কর্মকর্তাদেরকে একনজরে সেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বাহ্যিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সিটিজেন চার্টার, পরামর্শ তথ্য সেবা , ওষুধ সরবরাহের তথ্য বোর্ডে প্রদর্শন, নারী বান্ধব পরিবেশ, অ্যাপ্রোন পরিধান, দালাল ও মেডিকেল রিপ্রেজেনটেটিভদের তৎপরতা ও বায়োমেট্রিক মেশিন ইত্যাদির ব্যবহার মূল্যায়ন করতে হবে।
প্রতিষ্ঠানটির স্বাস্থ্যসেবা সংক্রান্ত মৌলিক তথ্যাদি যেমন বহির্বিভাগ ও অন্তঃবিভাগে রোগী, জরুরি বিভাগের সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা বিশেষত স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান প্রসব সম্পর্কে তথ্যাদি পর্যালোচনা করতে হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানটির পরিস্কার পরিচ্ছন্নতা,বর্জ্য ব্যবস্থাপনা, ডাক্তারসহ স্বাস্থ্যসেবাকর্মীদের উপস্থিতি,ওষুধ ও পথ্য সরবরাহ ও চিকিৎসা যন্ত্রপাতিসহ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ ইত্যাদি অনুসন্ধানমূলক পর্যালোচনা করতে হবে।
পরিদর্শনকারী কর্মকর্তারা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে স্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকারের দর্শন, মন্ত্রণালয়ের সম্পৃক্ত নির্দেশনা বিষয়ে উদ্ধুদ্ধকরণ ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করবেন। এছাড়াও শুদ্ধাচার প্রতিষ্ঠা ও নৈতিকতা প্রতিপালন বিষয়ে উদ্ধুদ্ধকরণ পরামর্শ প্রদান করবেন।
পরিদর্শন কর্মকর্তাদেরকে জেলা ও উপজেলার রোগ মানচিত্র, জনস্বাস্থ্যে অবস্থান ও স্বাস্থ্যসূচকের অগ্রগতি বিষয়ে পরীক্ষা করে মন্ত্রণালয়ে মতামত দিতে হবে। পরিদর্শনকালে প্রতিষ্ঠান ও ডাক্তার স্বাস্থ্যকর্মীদের কোন সাফল্য ও কৃতিত্ব থাকলে তা সংগ্রহ করতে হবে।
এমইউ/এসআইএস/এএইচ/এমআরআই