‘ঋণের জ্বালায়’ প্রাণ দিলেন সম্পদ মজুমদার!
নাম সম্পদ মজুমদার (৫০)। কিন্তু শেষ পর্যন্ত সম্পদের অভাবেই নাকি আত্মহত্যার পথ বেছে নিতে হলো তাকে! পুলিশ বলছে, বিভিন্ন কারণে ধার দেনায় ডুবে থাকা সম্পদ মজুমদার প্রাণ দিয়েছেন বিষপানে। তবে তার মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটা
সত্যিই আত্মহত্যা কি না।
বুধবার (৯ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃদ্ধ সম্পদ মজুমদার ভূজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিংহরিয়া গ্রামের মজুমদার বাড়ির ফনি মজুমদারের ছেলে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, ‘মানুষটার নাম সম্পদ মজুমদার হলেও অনেক ঋণগ্রস্ত ছিলেন তিনি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, কিছুদিন আগে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। আজ পরিবারের সদস্যদের অগোচরে বিষপানে আত্মহত্যা করেছেন তিনি।’
ওসি আরও জানান, খবর পেয়ে ভূজপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
জেডএ/জেআইএম