ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘন : রাজধানীতে একদিনে ৪৯৭৪ মামলা

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৯ জানুয়ারি ২০১৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭৪টি মামলা ও ২৮ লাখ ১৩ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ এই মামলা ও জরিমানা আদায় করেছে। এছাড়াও অভিযানকালে ২০টি গাড়ি ডাম্পিং ও ৭৬৩টি গাড়ি রেকার করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৯১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৮৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে আরও জানা যায়, এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ২১৫৩টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২২টি মোটর সাইকেল আটক করা হয়। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার অপরাধে চালকদের বিরুদ্ধে ১৫টি মামলা দেয়া হয়।

এমএমজেড/পিআর

আরও পড়ুন