টুঙ্গিপাড়াতেও বাসযোগে যাচ্ছেন মন্ত্রীরা
নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন বাসে করে। আজও (বুধবার) তারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বাসে করেই।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিসভার সদস্যরা টুঙ্গিপাড়াতেও বাসযোগেই যাবেন। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত শেষে তারা একই বাসে ঢাকায় ফিরবেন।
সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের সামনে থেকে তারা রওনা দেবেন এবং বাসে করেই ফের ঢাকায় ফিরবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘মঙ্গলবার আমরা সবাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য একসঙ্গে গেছি। এতে সময় যেমন বেচেছে, আলাদা করে গাড়িও ব্যবহার করতে হয়নি। ফলে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হয়নি। আগামীকালও আমরা বাসে করেই টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাবো।’
মঙ্গলবার সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে অতিরিক্ত আসন জুড়ে দেয়া হয়।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা