ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পটিয়া থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

চাঁদাবাজি, হত্যার হুমকিসহ বেশ কয়েকটি অভিযোগে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেন সাংবাদিক রাশেদুল ইসলাম।

মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী রফিকুল আলম।

মামলার অন্যান্য আসামিরা হলেন- পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম, এসআই মো. কামাল হোসেন, এসআই এ টি এম আমিনুল ইসলাম, এসআই বাসু দেব নাথ, এসআই কাজী মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. আরিফুল ইসলাম, থানার সোর্স শেখ ফোরকান এবং দৈনিক জনকণ্ঠের পটিয়া প্রতিনিধি বিকাশ চৌধুরী।

এ বিষয়ে ওসি নেয়ামত উল্লাহ জাগো নিউজকে বলেন, ‘আদালতে অভিযোগ দায়েরের বিষয়টি শুনেছি। আপনি খোঁজ নেন ওই নামের কোনো টিভি বাংলাদেশে আছে কিনা। আমরা ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে কথা বলেছি মাত্র। আমি মিথ্যা বললে, আপনারা পটিয়ার যে কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলেন। তারা বলবে ওই দিন কী হয়েছিল।’

মামলার বিবরণে অভিযোগ করা হয়েছে, ‘সিটিজি ক্রাইম টিভি’ নামের একটি অনলাইন পত্রিকার সাংবাদিক রাশেদুল ইসলাম গত ১৭ নভেম্বর ক্যামেরাম্যান ও একজন শিক্ষানবিশ নারী সাংবাদিকসহ পটিয়ায় গৃহবধূ চুমকি হত্যার ঘটনার ব্যাপারে জানতে পটিয়া থানা অফিসার ইনচার্জ নেয়ামত উল্লাহর কাছে যান। এ সময় ওসি তাদের নিজ কক্ষে নিয়ে যান। এ সময় ওই ঘটনার তথ্য না দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করাসহ নানা রকম হুমকি প্রদান করে।’

‘এ ঘটনার পর গত ২৭ নভেম্বর দুপুরে আবারও রাশেদুল ইসলামের সহকর্মী সিটিজি ক্রাইম টিভির সাংবাদিক সাহেদুল ইসলাম, রতন বড়ুয়া ও গাড়ি চালক আনোয়ার হোসেন মামলা সংক্রান্ত রিপোর্ট করার জন্য পটিয়া থানায় গেলে ওসি নেয়ামতসহ বাকি আসামিরা তাদের আটক করে নির্যাতন চালায় এবং ক্যামেরা, গাড়ি, মোবাইলসহ সব কেড়ে নেয়।’

স্থানীয় সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ভুয়া সাংবাদিকদের তৎপরতা বেড়েছে। এদের কারণে খোদ প্রশাসন পর্যন্ত অতীষ্ঠ হয়ে ওঠেছে। কেউ প্রতিবাদ করলে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভুয়া অনলাইনে মানহানিকর এবং আজগুবি সংবাদ প্রচার করে প্রশাসনসহ সাধারণ মানুষকে বিভ্রান্তি চালিয়ে আসছে।

এদিকে সাংবাদিককে জড়িয়ে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি শফিক আহমদ সাজিব, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহসহ সাংবাদিক নেতারা।

আবু আজাদ/জেএইচ/এমএস

আরও পড়ুন