‘দেশের ভাবমূর্তি নষ্টকারীদের বিচারের আওতায় আনা হবে’
যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে মঙ্গলবার কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। তার জন্য সরকার অনেক সময় অনেক কঠিন হয়েছে। আমরা বিচার বিভাগের সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করছি। যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, মিথ্যা ছড়াচ্ছে অবশ্যই তাদের বিচারের আওতায় আনা হবে।’
নতুন দায়িত্ব পাওয়ার পর কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে জানতে চাইলে এ প্রতিমন্ত্রী বলেন, ‘সব কিছুই গুরুত্ব দেয়া হবে। মধ্যপ্রাচ্যের সঙ্গে যেমন সম্পর্ক আরও গভীর করতে চাই। এশিয়া ও পশ্চিমা বিশ্বের সঙ্গে পূর্বের সম্পর্ক এগিয়ে নিতে চাই। একই সঙ্গে জাতিসংঘে আমাদের অবস্থান আরও শক্তিশালী করতে চাই। আমরা চাই বাংলাদেশের বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশকে ভালোভাবে বুঝুক।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন দেশ থেকে পাঠানো বিবৃতির কোনো কোনোটিতে কিছু কঠিন ভাষা বা শব্দ ব্যবহার করা হয়েছে- এ সম্পর্কে শাহরিয়ার আলম বলেন, ‘এগুলো লেক অব আন্ডারস্ট্যান্ডিং (বোঝার ভুল), লেক অব ইনফরমেশন (তথ্যগত ভুল) হতে পারে। তবে এ বিষয়গুলো আমরা পরবর্তীতে তাদের কাছে অ্যাড্রেস করব।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যাসহ সব অমীমাংসিত বিষয় সমাধানে প্রচেষ্টা অব্যাহত রাখবে সরকার। ডিসেম্বরের শেষ মুহূর্তে এসে প্রত্যাশা অনুযায়ী প্রত্যাবার্সন হয়নি। নির্বাচনসহ নানা কারণে বিষয়টি নিয়ে তেমন অগ্রগতি দেখা যায়নি। তবে সামনের দিনে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আশা প্রকাশ করছি, প্রত্যাবার্সন শুরু হবে তালিকা অনুযায়ী।’
জেপি/এইউএ/এনডিএস/পিআর