ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৩ আগস্ট ২০১৫

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল কাদির (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার সকালে অসুস্থ অবস্থায় কাদিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল সাড়ে ১১টায় আব্দুল কাদির গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, দুই মাস আগে খিলগাঁও তিলপাড়া ২১ নম্বর রোডে বাসার সামনে থেকে পাঁচশ বোতল ফেনসিডিলসহ আব্দুল কাদিরকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের জেল দিয়ে খিলগাঁও থানায় হস্তান্তর করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

জেল সুপার ফরমান আলী আর বলেন, লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তানন্তর করা হবে।

জেইউ/এএইচ/এমআরআই