অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করব : নতুন স্বাস্থ্যমন্ত্রী
নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। আগের অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করব।
সোমবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। এ সময় নতুন নতুন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করবেন বলেও জানান মন্ত্রী।
মানিকগঞ্জ-৩ আসন থেকে টানা তিনবার নির্বাচিত জাহিদ মালেক মহাজোট সরকারের গত মেয়াদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি হলেন একই মন্ত্রণালয়ের মন্ত্রী।
সোমবার বিকেলে বঙ্গভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর মন্ত্রিসভার ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রীকেও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
এরপর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দফতর বণ্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হলো। এর মাধ্যমে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পায় ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোট ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন। তবে এ সাতজনের কেউ এখনও শপথ নেননি।
এইউএ/জেডএ/এমএস/এসজি