ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএনপির অবস্থা এমন হবে ধারণা ছিল না : মোজাম্মেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকায় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির অবস্থা এমন হবে ধারণা ছিল না।’

বুধবার (২ জানুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে একাদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে আসার পর আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য জনগণ ভোট দিয়েছে। এবার নির্বাচনে যুব সমাজের শতভাগ ভোট আমরা পেয়েছি। কারণ যুব সমাজ বুঝতে পেরেছে, শেখ হাসিনা সরকার ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না।’

‘বিএনপির কর্মীরা ভাড়া করা নেতা পছন্দ করেনি। তাদের নিজেদের নেতাকর্মী না থাকায় নির্বাচনী এলাকাতে কোনো যোগাযোগ ছিল না। পাশাপাশি তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছিল নালিশ ও শর্ত দিয়ে। তারা ভোট চেয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য। দেশের স্বার্থে বা উন্নয়নের জন্য তারা ভোট চায়নি। এ জন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে’ বলেন মোজাম্মেল হক।

তিনি আরও বলেন, ‘আমরা গত এক বছর যাবৎ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী এলাকাতে সভা সমাবেশ করেছি। গণমানুষের সঙ্গে কাজ করেছি। দেশের উন্নয়নে কাজ করেছি। আমাদের ইশতেহার জনগণ গ্রহণ করেছে। মানুষ উন্নয়নের ওপর আস্থা রেখেছে। সুন্দর আগামী ভবিষ্যতের জন্য ভোট দিয়েছে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এস এম আরিফ-উর-রহমান, অধীন দফতরের প্রধানরাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএমএম/এএইচ/এমএস

আরও পড়ুন