ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদে নির্বাচিত এমপিদের গেজেট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ করার পর তাদের শপথ গ্রহণের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। আমরা শুনেছি আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, ২৯৮টি আসনের গেজেট প্রকাশিত হয়েছে। এগুলো জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছি, যাতে যাদের নামে গেজেট প্রকাশিত হয়েছে তারা শপথ নিতে পারেন।
মঙ্গলবার কখন গেজেট প্রকাশিত হয়েছে এবং আপনারা কখন সংসদে পাঠিয়েছেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, মাননীয় কমিশন মঙ্গলবার অনুমোদন দেয়ার পর বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখানে রাতে প্রিন্ট হয়েছে এবং আজ (বুধবার) সকালে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব নির্বাচন কমিশনারই এতে স্বাক্ষর করেছেন এবং সবাই অনুমোদন দিয়েছেন।

সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট দেখতে ক্লিক করুন

এইচএস/এমএমজেড/পিআর

আরও পড়ুন