ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বন্যপ্রাণী সংরক্ষণে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে পুলিশ

প্রকাশিত: ০৫:২০ এএম, ২৩ আগস্ট ২০১৫

বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী পাচার রোধ ও সংরক্ষণ সংক্রান্ত শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল। বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত ও ইন্দোনেশিয়াসহ মোট ১০টি দেশের ২০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

রোববার মিরপুরের পুলিশ স্টাফ কলেজে প্রশিক্ষণটির কার্যক্রম উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল।

পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া এন্ড পিআর) নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

‘Intelligence Analysis for Tiger Range Countries’ শিরোনামে প্রশিক্ষণটিতে শিক্ষার্থীদের বন্যপ্রাণী পাচার রোধ ও সংরক্ষণে তথ্য সংগ্রহ, বিশেষণ ইত্যাদি বিষয়ে আলোচনা  ও প্রশিক্ষণ দেয়া হবে।

এআর/এআরএস/এমএস