ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৮ এএম, ০২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের অভিযোগ থাকলেও জনগণের স্বার্থেই বাংলাদেশের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন।

নির্বাচনের দুইদিন পর মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ব্রাসেলস অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বাংলাদেশের প্রাথমিক ফল প্রকাশে যোগাযোগ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।

তবে যাই হোক না কেন, নির্বাচনের দিন সহিংসতায় ক্ষয়ক্ষতি হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়ায় বাধাদানও হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখন এসব অনিয়ম-অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, জানায় ইইউ।

ইউরোপীয় ইউনিয়নের আশা হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশ এগিয়ে যাবে। জনগণের স্বার্থে আমরা (ইইউ) এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।

জেপি/বিএ

আরও পড়ুন