ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনের সরকারি ফলাফল ঘোষণার প্রস্তুতি ইসিতে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরকারি ফলাফলের ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, রোববার দিবাগত রাতে একাদশ জাতীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৩টায় সিইসি আনুষ্ঠানিকভাবে সরকারি ফলাফল ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, ফলাফল ঘোষণার পর পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় নিজ কর্মস্থলে উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নূরুল হুদা। ইসির মূল গেট দিয়ে তাকে কর্মস্থলে প্রবেশের সময় ফুরফুরে মেজাজে দেখা গেছে।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন (ইসি) ভবনে টাঙানো হয়েছে। সোমবার সকাল ৭টায় ইসির মূল ভবনের সামনে সকল জেলার বিজয়ী প্রার্থীর নাম, প্রতীক ও প্রাপ্ত ভোটের বিবরণ বোর্ডে ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বেশির ভাগ আসনেই জয় পেয়েছে আওয়ামী লীগ। দলটি পেয়েছে ২৫৭টি আসন। আসনপ্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানের রয়েছে জাতীয় পার্টি। লাঙল প্রতীকে দলটি পেয়েছে ২২টি আসন। এর পরের স্থানে আছে বিএনপি। বিভিন্ন সময়ে মোট চার মেয়াদে ক্ষমতায় থাকা দলটি পেয়েছে মাত্র ৫টি আসন।

বাংলাদেশের ওয়ার্কার্স পাটি (বাসদ) পেয়েছে ৩টি আসন, গণফোরাম ২টি (এর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে মোহাম্মদ মনসুর এবং গণফোরাম নিজস্ব প্রতীক উদীয়মান সূর্য নিয়ে মোকাব্বির খান নির্বাচিত হয়েছেন), বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জয়ী হয়েছেন।

এমএইচএম/বিএ/পিআর

আরও পড়ুন