ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিষেধাজ্ঞা শেষে রাজপথে ফিরেছে যাত্রীবাহী বাস

রোকুনুজ্জামান সেলিম | প্রকাশিত: ০৯:৪১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে নিয়ন্ত্রিত যান চলাচলে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে যান চলাচল করছে। রাজধানী ঢাকায় ভোর থেকেই বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাস চলছে। তবে মোটরসাইকেলের ওপর এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

গতকাল রোববার (৩০ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাত (১২টা) থেকে রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।

dhaka

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি। ফলে অন্যান্য যান চলাচল শুরু হলেও এখনো মোটরসাইকেল চলাচল করতে পারছে না।

এদিকে সোমবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও কম।

বনশ্রী থেকে গুলশানের যাত্রী বেসরকারি চাকরিজীবী বুলবুল আহমেদ বলেন, সকাল থেকে গাড়ি চলছে। তবে খুব বেশি নয়। যেগুলো চলছে সেগুলোতেও খুব ভিড় ছিল। বনশ্রী ই-ব্লক থেকে বাড্ডায় আসমানী পরিবহনের একটি গাড়িতে কোনোমতে দাঁড়িয়ে এসেছি। অফিসগামী অনেকেই গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।

dhaka-2

নির্বাচনের দিন (৩০ ডিসেম্বর, রোববার) ঢাকার রাস্তা ছিল ফাঁকা

মিরপুর থেকে গুলশান এসেছেন বেসরকারি চাকরিজীবী পলাশ। জাগো নিউজকে তিনি বলেন, ঢাকা ফাঁকা, এমন ঢাকায় চলাচল করা মজার। গতকাল (রোববার) নির্বাচন থাকায় গাড়ি চলাচল করেনি। আজ রোডে গাড়ি কম থাকলেও তেমন অসুবিধা হয়নি। যানবাহন পাওয়া যাচ্ছে। রাস্তা ফাঁকা থাকায় অল্প সময়ের মধ্যেই চলে আসলাম।

উল্লেখ্য, গতকাল রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। দেশের বিভিন্ন এলাকায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পুরো ভোটপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আরএস/এমকেএইচ

আরও পড়ুন