ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২২ আগস্ট : এক নজরে সারাদিনের খবর

প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২২ আগস্ট ২০১৫

ক্যাম্পেই অসুস্থ হচ্ছেন হজযাত্রীরা
সরকারি অব্যবস্থাপনার পাশাপাশি এজেন্টদের প্রতারণার কারণে হজ ক্যাম্পেই অসুস্থ হয়ে পড়ছেন হজযাত্রীরা। নির্ধারিত দিনে বিমানের টিকেট দেয়ার কথা বলে হজযাত্রীদের এলাকা থেকে ঢাকায় আনা হলেও কথা রাখা হচ্ছে না। ফলে নতুন করে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

ঢামেক হাসপাতালের মাসিক আয় ২ কোটি টাকা
সরকারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মাসিক আয় প্রায় ২ কোটি টাকা। হাসপাতালে আগত রোগীদের বিভিন্ন ধরনের রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্লিনিক্যাল প্যাথলজি, রেডিওথেরাপি পরীক্ষা-নিরীক্ষা, কেবিন পেয়িং ওয়ার্ড ভাড়া, জরুরি ও বহিঃবিভাগে টিকেট বিক্রি থেকে এ অর্থ আয় হচ্ছে।

সবার ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে সরকার
সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়ে কাঙ্খিত কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মনের ভেতর যত কষ্টই থাকুক হাসি মুখে কথা বলুন
‘মনের ভেতর যত কষ্টই থাকুক হাসি মুখে কথা বলুন’ শ্লোগানকে সামনে রেখে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের আচরণ পরিবর্তনে নেমেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বঙ্গবন্ধু আমাদের একটা পরিচয়পত্র দিয়েছেন : এবিএম খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেছেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি পরিচয়পত্র দিয়েছেন। আমরা যে বাঙালি বলে পরিচয় দিতে পারি, বাঙালি একটি জাতি, তা পাকিস্তান আমলেই বাঙালি পরিচয় দিতে সক্ষম হয়েছে।

কালিয়াকৈরে রোববার আ.লীগের অর্ধদিবস হরতাল
যুবলীগ নেতা মো. রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে রোববার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে।

মহাসড়কে দুর্ঘটনা কমেছে : সেতুমন্ত্রী
মহাসড়কে দুর্ঘটনা কমাতে সিএনজি আটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এতে সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইরানে হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের
ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল। ২০১০, ২০১১ ও ২০১২ সালে তিনবার এই পরিকল্পনা করে দেশটি। কিন্তু ইসরায়েলের তৎকালীন সেনাপ্রধান এতে রাজি না হওয়ায় হামলার পরিকল্পনা থেকে পিছু হঠতে হয়েছিল ইসরাইলকে।

ফিরেছেন নেইমার
ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার মাম্পস সমস্যা কাটিয়ে লুইস এনরিখের অধীনে বার্সেলোনার হয়ে খেলতে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন। তবে রোববার অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তিনি অংশ নেবেন না। ফলে অসুস্থতায় পড়া ব্রাজিলীয় তারকাকে ছাড়াই সান মেমসের মিশনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিয়ে করছেন হরভজন!
দীর্ঘদিনের সম্পর্ক শেষে মডেল ও অভিনেত্রী গীতা বাসরার সঙ্গে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয়  এই অফ স্পিনার হরভজন সিং। আগামী ২৯ অক্টোবর জলন্ধরের হোটেল ক্লাব কাবানায় তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পরিবারের  বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিএ