ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নির্বাচনের পরিস্থিতি খুব ভালো : র‌্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। দেশবাসী শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।’

আজ রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, শনিবার (২৯ ডিসেম্বর) রাতে দু’টি ও রোববার সকালে পাঁচটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়, আমরা কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নিয়েছি। এখন সেখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট এলেই একটি গোষ্ঠী গাড়িতে আগুন ও পেট্রোল দেয়ার কাজ করে থাকে। এসব বিষয়ে ভোটের আগে ও পরে আমরা সজাগ আছি। যাতে কোনো রকম সংঘাত না হয়।

জেএ/এফএইচ/এমবিআর/এমকেএইচ

আরও পড়ুন