ঢাকা-৪ : বিএনপির প্রার্থী সালাউদ্দিনকে ছুরিকাঘাত
ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর) বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে ছুরিকাঘাতের শিকার হন তিনি। এ সময় আরও অন্তত নয়জন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জনান, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে মহাজোটের প্রার্থী (লাঙ্গল) ও ঐক্যফ্রন্টের (ধানের শীষের) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদসহ অন্তত ১০ জন আহত হন।
এ বিষয়ে সালাউদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ রবীন জাগো নিউজকে বলেন, সকালে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে আমার বাবাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে বাবা গুরুতর জখম হয়েছেন। প্রথমে তাকে আজগর আলী হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে।
তানভির আহমেদ রবিন আরও বলেন, ঢাকা-৪ আসনে মোট কেন্দ্র সংখ্যা ৭৭টি। তার মধ্যে ৫৫টি কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিল। কিন্তু কোন এজেন্টকেই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ -বিএনপি সমর্থকদের সংঘর্ষ চলাকালে জাতীয় পার্টির দুজন এজেন্ট হকিস্টিকের আঘাতে আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর জোনের এসি ফয়সাল মাহমুদ জাগো নিউজকে এ বিষয় বলেন, সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে হামলার অভিযোগ জানানো হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তেমন কোনো আলামত পাইনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
হামলার বিষয়টি সাজানোও হতে পারে বললেন এসি ফয়সাল মাহমুদ।
এমইউএইচ/জেএ/বিএ/এমবিআর/এমএস