ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এগুলো আমাদের কাম্য ছিল না : সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

ভোটারদের কোনো প্রকার প্রলোভন কিংবা ভয়-ভীতি না দেখানোর জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের বারবার অনুরোধ করেছি যেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন না করেন। ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেন। নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় পরিণত না হয়। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, নির্বাচনী সহিংসতা ঘটেছে। তাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের ঘটনা ঘটেছে। সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। এগুলো আমাদের কাম্য ছিল না।’

ভোটের একদিন আগে শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

সিইসি আরও বলেন, ‘গণমাধ্যম থেকে জানতে পরলাম প্রার্থীর এজেন্টদের হয়রানি করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। কোনো এজেন্টের বিরুদ্ধে অভিযোগ না থাকলে পুলিশ তাদের যেন হয়রানি না করে, এবং তাদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে। প্রার্থীর এজেন্টের দায়িত্ব অনেক। তারা প্রার্থীর প্রতিনিধিত্ব করেন। তারা প্রার্থীর স্বার্থ বিবেচনা করে নির্বাচনের ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। কেউ যদি তাদের ওপর চাপ সৃষ্টি করে তাহলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারেন।’

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে সবাই নির্বাচনের চিত্র দেখতে পাই। সংবাদ পরিবেশনকালে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যেন কাজের সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।’

সিইসি বলেন, ‘নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের কারণে যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। আপনাদের জন্য যেন কোনো প্রার্থী ক্ষতিগ্রস্ত না হয়। তারা যেন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

এমএইচএম/এনডিএস/জেআইএম

আরও পড়ুন