ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অন অ্যারাইভাল ভিসা : বাংলাদেশে ঢুকতে পারেনি কয়েক মার্কিন নাগরিক

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৮

বৈধ ভিসা নিয়েই বাংলাদেশে আসতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। বুধবার দূতাবাসের ওয়েবসাইটে দেয়া ভ্রমণ সতর্কতা আপডেট করে এ আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণকারী কিছু মার্কিন নাগরিক অন অ্যরাইভাল ভিসা পাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করলেও তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয়নি। এমন অবস্থায় কেউ (মার্কিন নাগরিক) বন্ধু, পরিবারের সদস্য বা আপজনের সঙ্গে দেখা করতে চাইলে, বাংলাদেশে আসার আগেই তাদেরকে ভিসা সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

দূতাবাস উল্লেখ করেছে, কাউকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ার বা না দেয়ার সিদ্ধান্ত কেবলমাত্র বাংলাদেশি কর্মকর্তাদের এখতিয়ার। সেক্ষেত্রে ওই ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের কনস্যুলার বিভাগ থেকে কোনো সহায়তা পাওয়া যাবে না।

বর্তমানে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের রুটিন সেবাও এই সময়ে সীমাবদ্ধ রয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

জেপি/এমএমজেড/আরআইপি

আরও পড়ুন