ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বর্ণের দাম বাড়লো

প্রকাশিত: ০৮:২৯ এএম, ২২ আগস্ট ২০১৫

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার থেকে নতুন এ দর কার্যকর হবে। শনিবার বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৩ হাজার ২৭৩ টাকা। যার বর্তমান মূল্য ৪১ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৪১ হাজার ১৭৩ টাকা, বিদ্যমান দর ৩৯ হাজার ৬৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৩ হাজার ৯ টাকায় বিক্রি হলেও নতুন দর ৩৪ হাজার ৫২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দর ২১ হাজার ৮৭০ টাকা ভরি। রোববার থেকে হবে ২২ হাজার ৮৬১ টাকা।

নতুন দর কার্যকর হওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম কমেছে এক হাজার ৫১৬ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয়।

সোনার দাম বৃদ্ধি-হ্রাসের সিদ্ধান্তটি বরাবরের মতো করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

## স্বর্ণের দাম আরো কমবে!
## দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম
## স্বর্ণের দাম ৫ বছরে সর্বনিম্ন
## ৭ কারণে কমছে স্বর্ণের দাম

এসএ/আরএস/এমএস