ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অপহৃত ৫৩ বাংলাদেশি থাইল্যান্ডে আটক

প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৩ অক্টোবর ২০১৪

বাংলাদেশের কক্সবাজার থেকে ৫৩ জনকে অপহরণ করে থাইল্যান্ডে পাচার করেছে অপহরণকারীরা। অপহৃতদের অধিকাংশই রোহিঙ্গা। সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে দি ওয়েস্ট অস্টেলিয়ান পত্রিকা।

খবরে বলা হয়, ভুয়া চাকরির প্রতারণার ফাঁদ পেতে বাংলাদেশ থেকে ৫৩ জনকে অপহরণ করেছে অপহরণকারীরা। তারা অপহৃতদের একটি নৌকায় করে দক্ষিণ থাইল্যান্ডের এক এলাকায় পাচার করে। অপহৃতদের শনিবার থাইল্যান্ডের দক্ষিণের সমুদ্র উপকূলবর্তী প্যাং নাগার বনায়ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

থাকুয়া পা জেলার পুলিশ ন্যাপাদন থিরাপ্রায়াত এফপিকে জানান, ‘‘অপহরণে জড়িত থাকার অভিযোগে দুই থাইল্যান্ড নাগরিককে আটক করা হয়েছে।’’

ন্যাপাদন বলেন, ‘‘আটককৃতদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের অপহরণ করা হয়েছে। তাদের অবৈধ অভিবাসী হিসেবে নয় অপহৃত হিসেবে আচরণ করা হবে।’’

এ মামলার সঙ্গে সম্পৃক্ত আরেক কর্মকর্তা বলেন, ‘‘প্রায় এক সপ্তাহ আগে অপহৃতদের বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে অপহরণ করা হয়। এদের অধিকাংশই রোহিঙ্গা।’’

নাম না প্রকাশ করার শর্তে এক অপহৃত এএফপিকে জানান, ‘‘আমাদের অনেককে চেতনানাশক প্রয়োগ করে নৌকায় তোলা হয়, অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা থাইল্যান্ডে আসতে চাইনি।’’

থাইল্যান্ডের এক জেলা প্রধান বলেন, ‘‘আটকৃতদের অবৈধ অভিবাসী হিসেবে আন্দামানের একটি দ্বীপ থেকে আটক করা হয়েছে।’’