ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভোটের দিন বন্ধ থাকবে অফিস আদালত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৩০ ডিসেম্বর (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওইদিন অফিস আদালত বন্ধ থাকবে।

গতকাল সোমবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক অফিসে আদেশে একথা বলা হয়েছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার জন্য চিঠিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ দল এ নির্বাচনে অংশ নিয়েছে। তবে অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির প্রার্থীরা প্রচারণা চালাতে পারছেন না বলে বার বার ইসির কাছে অভিযোগ দিয়ে আসছে। এদিকে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা দাবি করলেও তারই আরেক সহকর্মী নির্বাচন কমিশনার মাহবুব তালুকবার সোমবার প্রেস বিফ্রিং করে দাবি করেন, ভোটে সবার জন্য সমান সুযোগ নেই।

এইচএস/জেএইচ/এমএস

আরও পড়ুন