ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আইন-শৃঙ্খলা সঠিক রাখতে আইজিপিকে সিইসির নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তা সঠিক রাখতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে এ জন্য তাকে ডেকে আলাদাভাবে নির্দেশনা দেন তিনি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার বিকেলে আইজিপির সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেয়া হয় বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জাগো নিউজকে জানান।

বৈঠকে পুলিশপ্রধানের কাছে সার্বিক পরিস্থিতিও জানতে চান সিইসি। সিইসির সঙ্গে বৈঠকে ইসি সচিব ছাড়াও আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ঢাকার পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া ও রিটার্নিং কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

ইসি সচিব পরে বলেন, ‘সিইসি বলেছেন- বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আনরেস্ট দেখা যাচ্ছে। সার্বিক পরিস্থিতি জানতে চেয়েছেন; আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিক থাকে, শান্তিপূর্ণ থাকে আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন সিইসি। প্রার্থীরা যেন প্রচার চালাতে পারেন এমন ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনার বিষয়ে প্রতিবেদন দিতেও পুলিশপ্রধানের কাছে চিঠি দেয়া হয়েছে।

এ ব্যাপারে সচিব বলেন, ‘আমরা আইজিপিকে ইতোমধ্যে চিঠি দিয়েছি; তিন দিনের মধ্যে এ-সংক্রান্ত বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্যে বলেছি।’

পুলিশপ্রধানকেও এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়েছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘পুলিশপ্রধানের সঙ্গে সিইসির বৈঠক পূর্ব নির্ধারিত ছিল। বিএনপি ও ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় তাদের দাবিগুলো নিয়ে বিবেচনার আশ্বস্ত করেছেন; প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’

এইচএস/বিএ

আরও পড়ুন