বিজয় দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী
৪৮তম বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৬ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে রোববার থেকেই পাওয়া যাচ্ছে, এ ছাড়াও সারাদেশের প্রধান প্রধান ডাকঘরগুলোতেও পাওয়া যাবে এসব স্মারক পণ্য।
খামের ওপরে এই বিশেষ সিলমোহর ব্যবহার করার জন্য চারটি জিপিওতেও ব্যবস্থা রয়েছে।
এফএইচএস/এমবিআর