চলে গেলেন ড. পিয়াস করিম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যান তিনি।
তার স্ত্রী প্রফেসর আমেনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভোর ৫টার দিকে পিয়াস করিমকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক পিয়াস করিমের গ্রামের বাড়ি কুমিল্লায়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সময়ে তিনি আলোচিত সমালোচিত হন।
গত বছর যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আন্দোলনকে অবৈধ আখ্যায়িত করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।