সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচন পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায় যেন নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাগো হিন্দু পরিষদ নামক একটি সংগঠন।
শুক্রবার (১৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন সবার জন্য আনান্দ বয়ে আনে সে বিষয়ে নজর দিন। কোনো সংখ্যালঘুর জন্য যেন এ নির্বাচন আতঙ্কের না হয়। বেশিরভাগ সময় জাতীয় নির্বাচন সংখ্যালঘুদের জন্য সুফল বয়ে আনেনি। এনেছে নির্যাতন আর আর্তনাদ। অনেকেই ঘরবাড়ি হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এবার যেন তেমনটা না হয় এ বিষয়ে নজর রাখতে হবে।
তারা বলেন, একাদশ জাতীয় নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অতীতের মতো মঠ-মন্দির, বাড়িঘর, পূর্বপুরুষের ভিটা বাড়িতে হামলা যেন না হয় সেদিকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। দেশ যদি সংখ্যালঘু শূন্য হয়ে যায়, তাহলে অনিবার্যভাবেই হয়তো গণতন্ত্রের পথে নতুন সংকট সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বনিক, সহ- সভাপতি অভিজিৎ বনিক, সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ প্রমুখ।
এএস/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ