বিচার বর্হিভূত হত্যা ঠেকাতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বিনা বিচারে মানুষ হত্যা ঠেকাতে আইনজীবিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন গণ ফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড.কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান তিনি।
সভা শেষে ড.কামাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে অন্যায় করে কেউ পার পায়না। এ সময় সাংবাদিক প্রবীর সিকদারের জামিনে মুক্তিকে জনগণের বিজয় বলে উল্লেখ করেন তিনি।
জনগণের মধ্যে ন্যায় নীতিবোধ আছে উল্লেখ করে তিনি বলেন, আমি হাইকোর্ট থেকে প্রেসক্লাবে মানববন্ধনে যোগ দিতে যাচ্ছিলাম তখন শুনেছি প্রবীর সিকদারের জামিন হয়েছে। প্রবীর সিকদারকে গ্রেফতারের পর সারাদেশে প্রতিবাদ হয়েছে। দেশের বাইরেও প্রতিবাদ হয়েছে।
ড.কামাল বলেন, প্রবীর সিকদার একজন সাংবদিক। তার একটা পরিচিতি আছে। বিশ্বের কোথাও সাংবাদিকদের বেঁধে রাখা যায়না।
তিনি বলেন, স্বৈরাচার সরকার আইন পড়েনা। আইন বিষয়ে তারা অজ্ঞ থাকেন। বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা অন্যায়। এসব হত্যা সহ্য করা যায় না। জনগণের শক্তিকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক ও আইনজীবী হেলাল উদ্দিন বক্তব্য রাখেন।
এসকেডি/এমআরআই