ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আঁশ ভিত্তিক পণ্য প্রসারের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০ এএম, ২০ আগস্ট ২০১৫

ইউরোপিয়ন ইউনিয়ন এবং শিল্প মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডাব্লিউসিসিআই)’র বাস্তবায়নাধীন ’কৃষিজ বর্জ্য হতে প্রাকৃতিক আঁশ ভিত্তিক উৎপন্ন পণ্য প্রসারের মাধ্যমে নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন প্রকল্পে’র আওতায় চার দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বুধবার টাঙ্গাইল প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কোর্সের শুরু হয়।

প্রশিক্ষণে টাঙ্গাইল ও নরসিংদী জেলা থেকে ২৫ জন নারী উদ্যোক্তা এবং প্রকল্পের ৫ জন কর্মকর্তাসহ মোট ৩০ জন অংশগ্রহণ করছেন। একইভাবে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩০ জনের আরো একটি ব্যাচের চার দিনের প্রশিক্ষণ আগামী ২৩ আগস্ট একই স্থানে অনুষ্ঠিত হবে।
 
প্রশিক্ষণে নারী উদ্যোক্তা উন্নয়ন, বিপণন,কলা গাছের বাকল এবং আনারস পাতা হতে আঁশ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং আঁশ ও সূতা হতে চাহিদা মাফিক বিভিন্ন হস্ত ও তাঁত পণ্য যেমন- ব্যাগ, ম্যাট, ও শোপিচ ইত্যাদি তৈরি শেখানো হচ্ছে।

যাতে প্রশিক্ষিত প্রশিক্ষকগণ আরো ২০০০ নারী উদ্যোক্তাদের একই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে পারেন। প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন ধরণের পণ্য তৈরি ও বাজারজাত করে তাদের আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্রতা দূর করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

এসকেডি/পিআর