ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বীমা করপোরেশনের মূলধন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

জীবন বীমা ও সাধারণ বীমাকে করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়িয়ে ‘বীমা করপোরেশন আইন, ২০১৮’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে খসড়াটি অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘১৯৩৮ সালের দ্য ইন্সুরেন্স অ্যাক্টকে রহিত করে ২০১০ সালে দ্য ইন্সুরেন্স করপোরেশ আইন করা হয়। ওই আইনকে রহিত করে নতুন আইন করা হচ্ছে।’

তিনি বলেন, ‘প্রস্তাবিত আইনের একই সঙ্গে সরকারি জীবন বীমা ও সাধারণ বীমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এত দিন জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে। প্রস্তাবিত আইনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।’

‘আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে’ বলেন শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রস্তাবিত বীমা করপোরেশন আইনে পরিচালনা পর্ষদ সাতজন থেকে বাড়িয়ে ১০ জনে উন্নীতের প্রস্তাব করা হয়েছে। কমপক্ষে পাঁচজনের উপস্থিতিতে কোরাম হবে।’

আরএমএম/এনডিএস/এমএস

আরও পড়ুন