ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিসভার শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে শোক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবির মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করে।’

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার নিজ বাড়িতে গত শুক্রবার রাত দেড়টার দিকে মারা যান তারামন বিবি। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে বাংলাদেশ জাতীয় দল যে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল এজন্য মন্ত্রিসভা তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানায়।’

এ ছাড়া তথ্য মন্ত্রণালয়ের অধীন ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর) থেকে প্রকাশিত নবম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা সমগ্র মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীকে হস্তান্তর করা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরএমএম/এনডিএস/পিআর

আরও পড়ুন