ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সততাসংঘ গঠন করা হবে

প্রকাশিত: ০২:১২ পিএম, ১৯ আগস্ট ২০১৫

দুর্নীতি প্রতিরোধে ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সততাসংঘ গঠন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। বুধবার খুলনা সার্কিট হাউজে শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, নিজেদেরকে দুর্নীতি থেকে দূরে রাখা এবং দুর্নীতি প্রতিরোধ করাই হবে সততাসংঘের কাজ। ২২টি জেলা থেকে পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় দুদক কার্যালয় স্থাপন করা হবে। এর ফলে জনগণ তাদের অভিযোগগুলো সহজে দুদককে জানতে পারবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দুর্নীতির র্যাংকিং থেকে আমরা সামান্য মাত্র এগিয়েছি। সকলের সহযোগিতা নিয়ে, দুর্নীতি প্রতিরোধ কমিটিগুলোকে শক্তিশালী করে এবং সততাসংঘগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

সেমিনারে জানানো হয়, প্রশাসনে শুদ্ধাচার হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ। রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে মন্ত্রিপরিষদ বিভাগ ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার কৌশলপত্র একটি আন্দোলন।

সেমিনারে অংশ নেয়া কর্মকর্তারা আরো বলেন, সময় মতো দপ্তরে আসা, সেবাপ্রত্যাশীদের সাথে ভালো আচরণ ও সময় মতো সেবা প্রদান, ধর্মীয় অনুশাসন মেনে চলা, সর্বোপরি পরিবারের সদস্যদের মধ্যে সততার চর্চাকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন।

বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একরামুল হক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম।

আরএস/এমআরআই