ঢাকার ১৫টি আসনে ৫২ প্রার্থীর মনোনয়ন বাতিল
ঢাকার ১৫টি আসনে মোট ২১৩ মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে ১৬১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বাতিল হয়েছে ৫২টি।
রোববার (২ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার কে এম আজম আলী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ঋণখেলাপির কারণেই অধিকাংশ মনোয়ন বাতিল হয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারদের স্বাক্ষর না থাকায় অনেকের মনোনয়ন বাতিল হয়েছে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
কেএইচ/এএইচ/পিআর