রেল লাইনের পাশে কোরবানি পশুর হাট নয়
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোনো রেল লাইনের উপর কিংবা পাশে কোরবানি পশুর হাট যাতে বসতে না পারে সে বিষয়ে মন্ত্রণালয়কে আগে ভাগেই ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ঈদের অতিরিক্ত যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে অতিরিক্ত ট্রেন ও বগির ব্যবস্থা করতেও পরামর্শ দেয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব পরামর্শ দেয়া হয়েছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে রেলওয়ের শূন্য পদে জনবল নিয়োগের পরিকল্পনা এবং চট্টগ্রাম জেলার বোয়ালখালী সেতু রেল দুর্ঘটনাসহ দশম জাতীয় সংসদের সময়কালিল চট্টগ্রাম জেলার রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা হয়েছে।
কমিটি রেল লাইনের দ্রুত সম্প্রসারণের কাজকে ত্বরান্বিত করতে শূন্য জনবল নিয়োগে যেসব আইনগত ও মামলাজনিত জটিলতা রয়েছে তা দ্রুত নিরসন করার তাগিদ দিয়েছে। একইসঙ্গে ট্রেনের দুর্ঘটনা রোধে অতীতে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর সঠিক কারণগুলো চিহ্নিত করে তা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশ নেন। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এইচএস/আরএস/এমআরআই