‘গণভবনে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়’
নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন গণভবনে সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আচরণবিধির লঙ্ঘন নয়। তবে গণভবন ও বঙ্গভবনে নির্বাচনী প্রচারণা চালালে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ কথা জানান এই নির্বাচন কমিশনার। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রেসবিফ্রিং করে অভিযোগ করেন, সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
এ বিষয়ে জানতে চাইলে ইসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা বলেন, আমাদের এখানে যদি কেউ এসে বলে আপনারা যা করতেছেন, ভালো করতেছেন। আমার বন্ধু, যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যারা কোনো কিছুর সঙ্গে জড়িত নন- তারা এসে যদি বলে, দোস্ত যা করছিস, ভালো করছিস; ভবিষ্যতেও যেন এরকমই থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন যোগানো। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আচরণবিধির লঙ্ঘন মনে করলে কোন ধারার লঙ্ঘন?’
তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) তো সরকারে আছেন। উনি তো নিজের বাসভবন থেকে যেতে পারবেন না। কারো সঙ্গে যদি উনি দেখা করতে চান, তাহলে কোথায় দেখা করবেন? রাস্তার মধ্যে এসে?’
প্রধানমন্ত্রীর (শেখ হাসিনার) তো দলীয় কার্যালয় আছে, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, ‘ভাই, বাসভবন ওটা, গুলাইয়েন না কিন্তু। কেউ আমার সঙ্গে দেখা করতে চাইলে, আমি কি রাস্তায় দাঁড়িয়ে দেখা করব? তারা আসছেন আমার বাসায়, আমাকে বাসাতেই দেখা করতে হবে।’
তাহলে গণভবন, বঙ্গভবন ব্যবহার করে প্রচার চালানো যাবে কি না, এর উত্তরে তিনি বলেন, ‘প্রচার চালালে আচরণবিধি লঙ্ঘন হবে, তখন আমরা ব্যবস্থা নেব। তারা (অভিযোগকারী) বলুক, প্রচার চালাচ্ছে।’
তিনি বলেন, ‘তারা আসছেন, দেখা করেছেন, সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বের প্রতি সমর্থন দিয়েছেন। আমি যতটুকু আচরণ বিধিমালা বুঝি, তাতে মনে হচ্ছে না এটা আচরণ বিধির লঙ্ঘন।’
একাধিক মনোনয়নপ্রত্যাশীর মনোনয়নপত্র জমা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে- এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্টভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠলে ব্যবস্থা নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তাদের গাফিলতির অভিযোগে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি তারা ইসি ও আদালতে প্রতিকার চাইতে পারেন।
এইচএস/এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে কিছু গণমাধ্যম
- ২ মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা: এসপি
- ৩ বাড্ডায় বিদ্যুতের খুঁটির চাপায় শ্রমিকের মৃত্যু
- ৪ একাত্তরের অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন: শেহবাজ শরিফকে ড. ইউনূস
- ৫ গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, খেলনা পিস্তল ঠেকান ম্যানেজারকে