শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণ আটক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাউদ্দিন (৩০) নামের এক যাত্রীর কাছ থেকে সাড়ে সাত কেজি ওজনের ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে নামা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ স্বর্ণ আটক করে শুল্ক বিভাগ।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আলাউদ্দিন নামের ওই যাত্রী কাতার এয়ার ওয়েজের (কিউআর) একটি ফ্লাইটে দোহা থেকে ঢাকা আসেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ব্যাগ তল্লাশি ৬৪টি সোনার বারগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, স্বর্ণের ওজন ৭ কেজি ৪৬৪ গ্রাম। এর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা