ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘আমাকে হেয় করতেই প্রোপাগান্ডা চালাচ্ছে বিএনপি’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৮

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আমার বিরুদ্ধে বিএনপির আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা প্রোপাগান্ডা। আমাকে বিতর্কিত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, এ ধরনের চাপ দেয়ার জন্য উদ্দেশ্য নিয়েই এ কাজটি করছে। কাল ইসির কমিশন সভায় বিএনপির অভিযোগের বিষয়ে কমিশনের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৪০তম কমিশন সভা শেষে শনিবার সন্ধ্যায় প্রেসবিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি সচিব।

এ সময় সাংবাদিকরা জানতে চান বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, আপনি রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব ও চট্টগ্রামের সার্কিট হাউসে নির্বাচন-সংক্রান্ত কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করেছেন।

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) জানেন আমি নির্বাচন কমিশনে প্রতিদিন রাত আটটা-নয়টা পর্যন্ত থাকি। জনপ্রশাসন সচিবসহ অন্যান্যদের নিয়ে বেইলি রোডে আমার বিরুদ্ধে যে বৈঠকের অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।’

সচিব বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে আমি বলেছি, নির্বাচন কমিশনের সচিব একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা। একটি ইন্ডিপেন্ডেন্ট বডিতে চাকরি করেন। তিনি নির্বাচন কমিশনের আদেশ ও নির্দেশ পালন করেন। কমিশনের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের বাইরে গিয়ে কাজ করার তার আলাদা কোনো সত্তা নেই।’

বিএনপির সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এ সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা যেন আর না করা হয়।’

বিএনপির এ ধরনের অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এ বিষয়ে কালকে বসে, আলাপ করে আপনাদের জানাব।’

চট্টগ্রামের সার্কিট হাউসে একই ধরনের বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাও সম্পূর্ণ মিথ্যা। আমি সার্কিট হাউসে যাইনি। আমার সঙ্গে আসাদুজ্জামান (যুগ্ম সচিব, জনসংযোগ) ছিলেন। আমরা দু’জন একত্রে মিলে এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে গিয়েছি। হোটেলে ডিনার করেছি। পরদিন সকালে আমি ইউএনডিপি’র প্রোগ্রামে গিয়েছি।’

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ একটি মিথ্যা প্রোপাগান্ডা। আমাকে বিতর্কিত করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের চাপ দেয়ার জন্য উদ্দেশ্য নিয়েই এই কাজটি করেছে। কালকে কমিশন সভায় বসব। এবং কমিশন সভায় মাননীয় কমিশনারদের কাছে বিষয়টি উত্থাপন করব। তারা যে সিদ্ধান্ত দেবে তা আপনাদের জানাব।’

এইচএস/এনডিএস/আরআইপি

আরও পড়ুন