ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সোনারগাঁওয়ে স্টিলমিলে লোহা গলানোর সময় ১২ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন নয়াপুর লালাটি মুনতাহার স্টিলমিলে লোহা গলানোর সময় দগ্ধ হয়েছেন ১২ জন শ্রমিক। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- রূপক (২০) রানা (২২) সুজন (১৮) আরিফ (২০) সজীব (২৫) গোপাল মন্ডল (২৪) সালাউদ্দিন (২৪) কবির (৩০) জাফর (২৫) মানিক (২৬) শাকিল (২৫) ও সুজন (২০)।

ওই স্টিলমিলের কর্মচারী আবু রায়হান জানান, মিলে শ্রমিকরা রড তৈরির কাজ করছিরেন। সেখানে নিয়ম অনুযায়ী পানি দেয়ার সঙ্গে সঙ্গে আগুনের গলিত লোহার ফুলকি উপরে উঠে যায়। ওই সময় অস্বাভাবিকভাবে আগুনের ভলকানি বেশি হওয়ায় গলিত লোহা তাদের গায়ে ছিটকে পড়ে। এতে ১২ শ্রমিক দগ্ধ হন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান, সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনজন ছাড়া বাকি সবার অবস্থা গুরুতর।

জেইউ/জেডএ/পিআর

আরও পড়ুন