ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিঙ্গাপুরে যাচ্ছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু

প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৮ আগস্ট ২০১৫

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। তার অবর্তমানে প্রসিকিউটর টিমের অন্যতম প্রসিকিউটর সৈয়দা হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উৎপল চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম আরিফ টিপুর চিকিৎসার জন্য ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অথবা যাত্রার তারিখ থেকে ১৪ দিনের জন্য সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। তার অবর্তমানে প্রসিকিউটর সৈয়দা হায়দার আলী ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

আইনজীবী গোলাম আরিফ টিপুর সঙ্গে স্ত্রী জাহানারা বেগম, জামাতা শাহীনুর রহমান এবং নাতনি প্রীতি প্রিয়াংকা প্রিনা সিঙ্গাপুরে যাবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এফএইচ/আরএস/এমআরআই