ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের হাই কমিশনারের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৮ আগস্ট ২০১৫

বাংলাদেশে সিঙ্গাপুরের অনাবাসী হাই কমিশনার চ্যান হ্যাং উইং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন তিনি।  

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও হাই কমিশনার চ্যান বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যেকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কসহ আঞ্চলিক, উপআঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে জ্বালানী ও বিদ্যুৎ খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে এসব খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অন্যান্য খাতে বিনিয়োগের জন্য সে দেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি সিঙ্গাপুরে আরও অধিক হারে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য হাই কমিশনার চ্যানের মাধ্যমে সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। হাই কমিশনার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এসএ/একে/আরআইপি